জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ১৫ জুন জেলার সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নির্বাচনী এলাকায় কর্তব্যরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের একটি সড়কের পাশের একটি ঝোপের ভিতর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে টহল পুলিশ। অস্ত্রগুলো একটি বস্তার মধ্যে ছিলো। যার মধ্যে রয়েছে মধ্যে চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে কোন কুচক্রিমহল নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্রগুলো মজুদ করেছে। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভোটে সকল ধরনের সহিংসতা এড়াতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। চারটি উপজেলার ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে আমরা ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী কেন্দ্রে পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা শাখা ও সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।