Top

বাহার ভাই স্বার্থের কারণেই আমার সঙ্গে ছিলেন: সাক্কু

১৪ জুন, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
বাহার ভাই স্বার্থের কারণেই আমার সঙ্গে ছিলেন: সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশেন (কুসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, স্বার্থ ছাড়া দেশ চলে না। স্বার্থ হলো মেইন জিনিস। যেমন ভারত আমাদের সঙ্গে আছে, আমরা তাদের দিতে পারছি বলেই। উনি (সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার) দুই মেয়াদে আমার সঙ্গে খেটেছেন উনার স্বার্থের কারণে।

তিনি বলেন, আমি আফজাল খান ও তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে নির্বাচন করেছি। বাহার ভাইয়ের সঙ্গে তাদের সম্পর্ক ভাল ছিল না বিধায় আমার জন্য খেটেছেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নগরীর নানুয়ার দিঘীর পাড়ে তার বাসভবনে গণমাধ্যমকে সঙ্গে এক আলাপচারিতায় সাক্কু এসব কথা বলেন।

বাহার-সাক্কুর ৬০/৪০ শতাংশ ভাগাভাগির অভিযোগের বিষয়ে কুসিকের সাবেক এ মেয়র বলেন, ২০১৫ সাল থেকে ই-টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়। কাজ পাওয়ার পর দেখা যায় কেউ জাতীয় পার্টি, কেউ বাহার ভাইয়ের গ্রুপ করে আবার কেউ আমার গ্রুপ করে। তারাতো টেন্ডার দিয়ে নিয়ে যায়। ৬০/৪০ ভাগ করবোতো পরে। এখানে আমার কী করার আছে?

‘সিইসি বাহার ভাইকে একটা চিঠি দিয়ে উল্টো বিপদে পড়লো। এখন বেইজ্জতি কী বাহার ভাই হইছে না কি সিইসি হইছে বুঝতে পারলাম না। তারা বলছে বাহার ভাই লজ্জা পাইছে, আর বাহার ভাই বলছেন আমার মতো আমি চলতাছি। এখন কে হইছে (লজ্জিত) আমি জানি না। আইন কোথায় চলে আমি জানি না।’

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সাক্কু বলেন, কুমিল্লা সিটির নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। শুনছি তারা পুলিশ দেবে, বিজিবি দেবে, ম্যাজিস্ট্রেট দেবে এবং সিসি ক্যামেরা দেবে। দেওয়ার শেষ নেই। আসলে কী প্রয়োগ করবে না কাগজে কলমে লেখা! আপনারা তো কাল দেখবেনই, তারা যা বলছে প্রয়োগ হবে কি না।

বিগত বছরে কুমিল্লার উন্নয়নের বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, যারা বলে উন্নয়ন হয় নাই, ২০১২ সালে কী ছিল তারার চোখে দেখে নাই। আমি মেয়র হিসেবে মনেকরি আমার দায়িত্ব হলো রাস্তাঘাট ভাঙা, ড্রেন ভাঙা, ময়লা পড়ে আছে- এসব সমস্যার সমাধান করা, এগুলির উন্নয়ন করেছি। পর্যায়ক্রমে শহরের অবকাঠমোগত উন্নয়ন করেছি। নতুন করে বাজেট এসেছে, আগামীতে আরও উন্নয়ন হবে। হঠাৎ করে পরিবর্তন করও পক্ষে সম্ভব নয়। আমি কুমিল্লার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন করেছি।

এবার কুসিক নির্বাচনে মেয়রপদে পাঁজজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী এক লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ এক লাখ ১২ হাজার ৮২৬।

শেয়ার