Top

বাঘাইছড়ি ও চন্দ্রঘোনা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

১৫ জুন, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
বাঘাইছড়ি ও চন্দ্রঘোনা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

শান্তিপূর্ণ পরিবেশে এইবারের মতো ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বাঘাইছড়ির পৌরসভার ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্র এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এক যোগাযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

এবার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ২১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বদ্বিতা করছেন। অপরদিকে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন অংশ গ্রহণ করেছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, বাঘাইছড়িতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার