Top

চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

১৫ জুন, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
নোয়াখালী প্রতিনিধি :

এজেন্টদের মারধর, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে না দেওয়া, প্রার্থীকে কেন্দ্র পরিদর্শনে বাধাসহ বেশ কিছু অভিযোগ এনে এবার ভোট বর্জন করেছেন হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র ঢোল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম।

বুধবার (১৫ জুন) দুপুর দুইটায় হাতিয়ার পার্শ্ববর্তী উপজেলা সুবর্নচর উপজেলার মঞ্জু চেয়ারম্যান বাজারে সাংবাদিক সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ভোটের দিন সকাল থেকে কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। কয়েকটি কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তাদের কেন্দ্রে ঢুকতে দিলেও পরক্ষণেই তাদের বের করে দেয়।

এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, তার ইউনিয়নে ১৬টি কেন্দ্র থাকলেও তাকে কেন্দ্র গুলো পরিদর্শন করতে দেয়া হয়। পথে পথে বাধা দেওয়ায় ভোটাররা কেন্দ্রে আসতে পারেন নি।

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ভোটের প্রচারণার শুরু থেকে আজ ভোটের দিন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বাধা দিয়ে আসছেন।

ঢোল প্রতীকের এ প্রার্থী সকল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানান তিনি।

এর আগে, দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে একই ধরনের অভিযোগ এনে হরণী ইউনিয়নের স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান ও ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

শেয়ার