“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উনয়ন্নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও সপ্তাহ ব্যাপি প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২ এর উদ্বোধন হয়েছে।
জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ তথ্য পরিকল্পনা মন্ত্রানালয়ের আয়োজনে বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধণী র্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বশির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোঃ আরিফুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালী শেষে জানানো হয়, সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ হাজার ৯ শত ২৭ জন গণনাকারি, ৮শত ২৯ জন সুপাভাইজার, ৪৭ জন জোনাল অফিসার, ৭ জন উপজেলা জনশুমারি সম্বনয়কারি ও ২জন জেলা জনশুমারি সম্বনয়কারি কাজ করছেন।
১৫ই জুন সকাল ৮টা থেকে ২১ শে জুন রাত্র ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।