Top

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫

১৫ জুন, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার কলকা ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাহাড়তলী থানার উপ পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এসেছি। এখনও নিহতদের পরিচয় মিলেনি।

তবে তাদের কিছু কাগজপত্র থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

অপরদিকে, জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রামীণ সড়কে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তৌহিদ নামে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত অপরজন শিশু। হাসপাতালে নেওয়ার সময় মারা যায় সে। তার বয়স সাত বছরের মতো হবে, পরিচয় এখনও পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, ড্রাম ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো।

এদিকে, মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম মোছাম্মৎ আক্তার (৪০)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৯টায় ফারদিন মডেল ফিলিং স্টেশনের ২শ গজ দক্ষিণে ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফারদিন ফিলিং স্টেশনের ২শ গজ দক্ষিণে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোছাম্মৎ আক্তার নামে এক নারী নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

 

 

 

 

 

শেয়ার