দুর্নীতি মামলায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ জুন) স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এই রায় দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি জুলফিকার আলী ভুট্টো।
আসামি মোস্তাফিজুর রহমান কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাঠি গ্রামের খোকন মোড়লের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাগড়দাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাহাজ উদ্দীন ২০১৪ সালের ২৪ এপ্রিল সচিব মোস্তাফিজুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় মামলা করেন।
২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাহাজ উদ্দিন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই সময়কালে ইউনিয়নে সচিবের দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান। এরমাঝে ২০১১ সালের ৪ জানুয়ারি এলজিএসপি থেকে পাঁচ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আসে। ওই টাকা কেশবপুর সোনালী ব্যাংকের ইউনিয়নের নিজেস্ব ব্যাংক হিসাবে জমা হয়। এরপর সচিব হিসেবে বাজেট বরাদ্দ পরিষদের মিটিং এ মোস্তাফিজুর রহমান জানান পাঁচ লাখ ছয় হাজার ৩০০ টাকা বরাদ্দ এসেছে। একই সাথে ওই টাকা প্রকল্প সদস্যদের মধ্যে কর্মবন্টন করা হয়। এসময় তিনি বাকি ৫০ হাজার টাকার বিষয় গোপন করেন। পরে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে তিনি দুই দফায় ওই ৫০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন।
সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে বাদী তার দায়িত্ব হস্তান্তরের সময় অডিট রিপোর্টে এ বিষয়টি জানতে পারেন। পরে চেয়ারম্যান নিজেই সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যশোরের স্পেশাল জজ আদালতে মামলা করেন।
২০১৭ সালের ২২ জুন দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণার দিনে আসামির উপস্থিতিতে দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ৪৬৭ ধারায় আসামিকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।