অবৈধ ও ভারি যানহন চলাচল করলে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়, ভেঙে যায়। তাই সড়কের মাঝে ও পাশে পুতে রাখা হয়েছ মোটা গাছের খুঁটি। এতে সড়ক বাঁচলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বেড়েছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। এচিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মোড় এলাকায়।
সোমবার সকালে সরেজমিন দেখা যায়, সদকী ইউনিয়নের বাটিকামারা – ঘাঁসখাল সড়কের বাটিকামারা মোড় এলাকায় গ্রামীণ সড়কের মাঝে একটি মোটা গাছের খুঁটি পুতে রাখা হয়েছে। ঠিক সোজাসুজি সড়কের পাশে আরেকটি চিকন গাছের খুঁটি। দুই খুঁটির মাঝ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। অনেক সময় ট্রাফিক নিয়ম ভেঙে চলাচল করছে মানুষ ও যানবাহন।
এসময় কথা হয় ভ্যান চালক মতিয়ার রহমানের সাথে। তিনি বলেন, সড়কের প্রায় মাঝখানে ও একপাশে দুইটি খুঁটি গাড়া (পুতা)। যার একপাশে বেশি জায়গা ও একপাশে কম জায়গা। আমার চলাচলের পাশে লাটাহাম্বা ঢুকে পড়েছে। তাই ট্রাফিক নিয়ম ভেঙে ফাঁকা পাশ দিয়ে গিয়েছি। এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি ছিল।
এলাকাবাসী ও সদকী ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, বালু ও মাটি ভর্তি ড্রাম ট্রাক, ভারি যানবাহন ও অবৈধ সেলোইঞ্জিন চালিত যানবাহন গুলো গ্রামীণ সড়কে যত্রতত্র চলাচল করে। এতে সড়ক গুলো দ্রুত নষ্ট হয় ও ভেঙে যায়। সেজন্য সড়ক বাঁচাতে বেশ কয়েটি গুরুত্বপূর্ণ স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ও পথচারীরা জানান, সড়ক বাঁচাতে খুঁটি পুতে রাখা হয়েছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। খুঁটি অপসারন করে প্রচলিত আইনের মাধ্যমে সমাধান হওয়া দরকার।
এবিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, ড্রাম ট্রাক, ট্রাক্টর সহ ভারি ও অবৈধ যানববাহন গুলো বেপরোয়া চলাচল করে। এতে সড়ক দ্রুত নষ্ট হয়। সড়কে দুর্ঘটনার সম্ভাবণা বেশি। তাই সড়ক বাঁচাতে বেশ কয়েটি স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, উপজেলা সমন্বয় সভায় চেয়ারম্যানের দাবির প্রেক্ষিতে খুঁটি পুতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সড়কে মোটা খুঁটি পুতে রাখা ঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, গ্রাম সড়ক বাঁচাতে বারপোষ্ট দেওয়া যেতে পারে। তবে খুঁটি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।