নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ দাবা ও টেবিলটেনিস প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করা হয়েছ
সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, খেলাধুলা আমাদের শরীরকে ঠিক রাখতে যেমন সহায়তা তেমনি মনকেও সতেজ রাখতে সাহায্য করে। আমাদের শিক্ষার্থীদের সবসময় যে কোনো খেলাধুলার সাথে জড়িত থাকতে হবে, যা তাদের শৃঙ্খলার সাথে জীবনযাপনে সহায়তা করবে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ৩০টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতিটি খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট খেলা হবে ২৯টি। দাবা (ছাত্র) উদ্বোধনী খেলায় মাইক্রোবায়োলজি বিভাগ আইন বিভাগকে ৩-০ সেটে পরাজিত করে। দাবা (ছাত্রী) উদ্বোধনী খেলায় মাইক্রোবায়োলজি বিভাগ আইন বিভাগকে ২-০ সেটে পরাজিত করে।