Top

যশোরে ইউপি সদস্যকে জবাই করে হত্যা

২২ জুন, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
যশোরে ইউপি সদস্যকে জবাই করে হত্যা
এ.এফ.এম.আব্দুল কাইয়ুম, যশোর :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আশানুজ্জামান বাবলুকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার (২১জুন) রাত ১০টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

তার বাড়ি মহিষাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাহাজান আলীর ছেলে। তিনি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মামুন খান।

স্থানীয় সূত্র মতে, ইউপি মেম্বার আশানুজ্জামান বাবলুর রহমান বালুন্ডা বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে প্রথমে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিস্ফোরণের কারণে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হলে মেম্বার বাবলুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় একাধিক সূত্র মতে, বাবলুর রহমান এর আগে বিএনপির রাজনীতি করতেন। কয়েক বছর হলো আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি গেল ইউপি নির্বাচনে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচন করে জয়ী হন। তার বিরুদ্ধে মাদক চোরাচালান সিন্ডিকেট পরিচালনার অভিযোগসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সিন্ডিকেটের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রের দাবি।

শার্শা থানার ওসি মামুন খান বলেন কি কারণে এই হত্যাকান্ড পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শেয়ার