চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক মো. ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ঘর থেকে ৪শ’থেকে ৫শ’ ফুট দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে স্থানীয়রা রেইনকোট পড়া অবস্থায় হাতে মৃত মাছভর্তি থলেসহ তার মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা, মাছ ধরে ফেরার পথে সাঁকো পার হতে গিয়ে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙ্গে নিখোঁজ হন তিনি।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পেয়েছেন জানালে আমরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।
এর আগে গত সোমবার (২০ জুন) বিকাল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন পল্লী চিকিৎসক ইয়াকুব। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তার সন্ধানে মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুবের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়।