Top

বেনাপোলে ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার

২৩ জুন, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
বেনাপোলে ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার
যশোর প্রতিনিধি :

বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। চট্টগ্রাম থেকে কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে এসময় কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি । বৃহস্পতিবার (২৩জুন) সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোল গামী গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে সিটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিছ স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬শ টাকা।উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত স্বর্ণ পাচার কারী কে আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার