Top

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি

২৫ জুন, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি
নড়াইল প্রতিনিধি :

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নড়াইলে নানা রকমের কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জুন) নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে মাওয়া ও জাজিরা পয়েন্টের মূল অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আতশবাজি প্রদর্শন করা হবে।

সেতুর উদ্বোধন উপলক্ষে নড়াইলে আজ সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা করা হয়। উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে একটি আনন্দ র্যালি নড়াইল জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এসে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু সহ নড়াইলের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নড়াইলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেয়ার