Top
সর্বশেষ

আর ফেরির জন্য অপেক্ষা করতে হবে না

২৫ জুন, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
আর ফেরির জন্য অপেক্ষা করতে হবে না
মাদারীপুর প্রতিনিধি :

জালালপুর আইডিয়ার স্কুলের সহকারী শিক্ষক আবদুল মান্নান বলেন, আমাগো আর কষ্ট করতে হবে না ফেরির জন্য পোহাতে হবে আর জ্যাম, ভোগান্তি অল্প সময়ের মধ্যে যেতে পারব ঢাকা করতে পারব সু-চিকিৎসা। মাদারীপুরবাসীর পক্ষে থেকে ধন্যবাদ ও অভিনন্দন।

সকাল থেকে সড়ক ও নৌপথ ধরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল পরেছে আসছেন সভামঞ্চস্থলে। যানবাহনের চাপ থাকায় অনেকেই হেঁটে আবার কেহ বা ইঞ্জিনচালিত ভ্যান রিকশা যোগে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা বের করছেন স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ অন্যাঅন্য সংগঠনের নেতা–কর্মীরা। তাঁরা ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সভাস্থলে সাধারণ মানুষের ভিড় ক্রমেই বাড়ছে চলেছে । মানুষের ভিড় বাড়তে থাকায় পুরো বাংলাবাজার ঘাট এলাকায় এক আনন্দ আমেজ উৎসবে মেতে উঠছে।

রাজবাড়ী সদর থেকে এসেছে সংগীত শিল্পী মনজুরুল ইসলাম জনসভাস্থনে যাওয়ার পথে তিনি বলেন, ‘আমরা একই এলাকার ৭০ জন একটি বাস ও প্রাইভেট কার নিয়ে এখানে এসেছি। রাস্তায় অনেক জ্যাম থাকায় অনেক দূর পায়ে হেঁটে গিয়েছি সভায় পৌছানোর জন্য । একটু কষ্ট হইলেও অনেক মানুষের সাথে যেতে আনন্দ লাগতাছে। এত মানুষ আমি কখন দেখেনি এতো মানুষ দেখে ভালো লাগতেছে। তা ছাড়া এহনের পর থেকা আমাগো আর ফেরির জন্য এ ঘাটে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হবে না। এর থেকে আর কোন আনন্দ আমাদের হয় না।এজন্যই বাংলাদেশর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

সিমানা কুতুবপুর শিবচের ঘাট সংযোগ সড়কে ভ্যানের ওপর বসে কথা হচ্ছিল ভ্যান চালক রাসেলের সাথে। রাসেল চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপারা এলাকা থেকে এসেছেন। তাঁর সঙ্গে রয়েছে আরও প্রায় ৫০জন অধিক কেহ আবার জীবননগর থানার খালিসার এলাকার বাসিন্দা। তারা স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে রাসেলরা দুটি বাস নিয়ে এসেছেন মাদারীপুরের শিবচরের প্রধানমন্ত্রীর জনসভাস্থলে। ভোরে চলে আসার কারণ জানতে চাইলে রাসেল বলেন, ‘আমরা আনন্দ করতে করতে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ববৃহত্তম সেতু সেটা দেখার জন্য। এসে দেখি এটা এতো সুন্দর রাস্তা মনে আমি বিদেশে এসেছি। আমরা জনসভায় সামনের দিকে বসার জন্য আগেভাবে চলে আসছি।’ আগে না আসলে ভিড়ের মধ্যে পড়তে হতো। তাই।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিভিন্ন রঙের টি–শার্ট পরে সেতুর দুই পারের সমাবেশস্থলে আসছেন মানুষ। সেতুটি উদ্বোধনের ক্ষণটি স্মরণীয় করে রাখতে দুই পাড় সাজানো হয়েছে। আলোকসজ্জিত করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন। সকালে সেতুর ফিতা কাটার দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের মানুষ।

 

শেয়ার