নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরের থানারহাট বাজার থেকে ৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃতদের মধ্যে ২শিশু, ৩ নারী ও ৪পুরুষ রোহিঙ্গা রয়েছে।
রোববার (২৬ জুন) দুপুরে তাদের ভাসানচর কর্তৃপক্ষের মধ্যমে পুনরায় ভাসানচর পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগে শনিবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে চরওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ১১নং ক্লাস্টারের মো. সালামের ছেলে নূর কাশেম (২০), একই ক্লাস্টারের খলিল আহমদের ছেলে মো. ইউনুছ (২৫), নূর আলমের মেয়ে রামুজা (১৮), ৯নং ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জোহারা (২৭), ১৫নং ক্লাস্টারের নজিম উল্যার ছেলে করিম উল্যাহ (২২), ১৩নং ক্লাস্টারের সফিউল কাদেরের মেয়ে সুকতারা (১৯), ১৪নং ক্লাস্টারের খায়রুন আমিনের স্ত্রী পারভিন (২৮) ও তার মেয়ে জান্নাত আক্তার (৭) এবং নুর ইসলাম (৪)।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে থানারহাট বাজারে এসে ঘোরাঘুরি করে আটককৃত রোহিঙ্গারা। পরে বিষয়টি বাজার কমিটির লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা এবং কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরবর্তীতে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। দালালদের মাধ্যমে নৌকা যোগে পালিয়ে আসলে তারা রোহিঙ্গাদের বোয়ালখালি ঘাটে নামিয়ে দিয়ে চলে যায় বলে জানা গেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়নের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।