সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ও ঘরবাড়ী ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ভেসে গেছে ঘরের মূল্যবান আসাবাবপত্র ও সাংসারিক উপকরণ। বেশীরভাগ মানুষের খাবারের ধান নষ্ট হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য খামারীদের মাছ, হাঁস, মোরগ, গবাদি পশু মরে বানের জলে ভেসে গেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বই খাতা ভিজে নষ্ট হয়ে গেছে। এস,এস,সি পরীক্ষার্থীরা পড়েছেন দুশ্চিন্তায়। বই খাতা কেনা নিয়ে দরিদ্র পরিবারের অভিভাবকরা পড়েছেন বেশী বিপদে।
গত ১৬ জুন বন্যার পানি কালিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র পাপনের বাসায় ঢুকে। বাসা ছেড়ে পাপনের পরিবারের সবাই তখন তার শিক্ষকের বাসায় আশ্রয় নেয়। এসময় পাপন জিনিসপত্রের চিন্তা না করলেও বই খাতার জন্য বার বার কাঁদছিল। পানি সরে যাবার পর বাসায় গিয়ে দেখে সব বই পানিতে নষ্ট হয়ে গেছে। নষ্ট বইগুলো রোদে শুকাচ্ছে সে। বসতঘরে পানি ঢুকে অন্যান্য মালামালের সঙ্গে এসএসসি পরীক্ষার্থী জয়া দাসের বেশ কিছু বই নষ্ট হয়ে গেছে। তার বাবা বিষ্ণু দাস একজন করাতকলের শ্রমিক। তার বাবার পক্ষে এখন নতুন বই কেনা সম্ভব নয়। অথচ কিছুদিন পরই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে।
এই পরিস্থিতিতে জয়া দাস বই পড়া ছাড়া কীভাবে পরীক্ষায় অংশ নেবে, তা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। জয়া দাসদের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায়। জয়নগর মর্নিংসান স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রিয়াদুল সালেহীন। তার বাসায় পানি ঢুকে মালামালের সঙ্গে বইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। বই না থাকায় সে এখন পড়তে পারছে না।
এই ভাবেই হাজার হাজার শিক্ষার্থীর প্রবেশপত্র, বই খাতা ভিজে নষ্ট ও জলে ভেসে গেছে। জয়নগর হাজী গণী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের সংরক্ষিত এক হাজার বই নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে লাইব্রেরীতে পড়ার জন্য গল্প উপন্যাসের প্রায় আড়াই হাজার ভিজে নষ্ট হয়ে গেছে। বাড়িঘরে থাকা শিক্ষার্থীদের বই ভিজে নষ্ট হওয়ার খবর পেয়েছি। তবে কতজন শিক্ষার্থীদের বই খাতা নষ্ট হয়ে গেছে তার হিসাব এখনও পাইনি।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষশেরগুল আহমদ জানান, প্রতিটি কলেজ,স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বই খাতার ব্যাপক ক্ষতি হয়েছে। বেশীর শিক্ষার্থীর বই কেনার সামর্থ্য নেই। দ্রুত বই সরবরাহ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা অবশ্যই শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজখবর নেব। যাদের প্রবেশপত্র হারিয়েছে বা নষ্ট হয়েছে, তাদের দ্রুত সেগুলো সরবরাহের ব্যবস্থা করা হবে। আবার যাদের বইপত্রের সমস্যা আছে, কেনার সামর্থ্য নেই, আমরা কিনে দেব।