Top
সর্বশেষ

বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে হকারদের আর্তনাদ

২৭ জুন, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে হকারদের আর্তনাদ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর শিবচরে বাংলাবাজার ঘাটের হকার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেল, শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া ঘাট ঘিরে হাজারো হকার জীবিকা নির্বাহ করতেন এখন সবচেয়ে নিরীহ হয়ে পরেছে তারা। হকারা লঞ্চ, ফেরিতে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে বিক্রি করেন ঝালমুড়ি, ছোলা, সেদ্ধ ডিম, সিঙ্গারা, নারকেল চিড়া, শসা, দইসহ নানা রকম মুখরোচক খাবার। প্রতিটি লঞ্চে পাচঁ থেকে ছয়জন করে হরেক রকমের জিনিস নিয়ে ওঠেন লঞ্চ ও ফেরিতে । ঘাটের আশেপাশে ঘুরে ঘুরেও বিক্রি করতেন অনেকে।

ছবিতে তিনজন ব্যক্তি, তিনজনেই হকার এখন তারা বেকার। আগে বাংলাবাজার ঘাটে লঞ্চ ও ফেরিতে করে কেহ মুড়ি, সেদ্বডিম,ছোলা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, গত ২৫ জনু স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করার পরে অচল হয়ে পরেছে বাংলাবাজার শিমুলিয়া ঘাট, চলছে না লঞ্চ, ফেরি স্পিডবোট দুচিন্তায় ভুগছেন হকারেরা। কিভাবে চলবে তাদের সংসার? ঘাটের পাশে বন্ধ চায়ের দোকানে বসে কথা হলো মুড়ি বিক্রেতা রফিকের সাথে জানতে চাইলাম লঞ্চ, ফেরি বন্ধ থাকায় এখন আপনার কি অবস্থা জবাবে তিনি বলেন,যখন লঞ্চ ফেরি চলতো তখন একদিনে হাজারখানিক টাকা উপার্জন করতে পারতাম কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে ঘাটে কোন লোকজন আসে না তাই আমাদের আর কোন বেচাকেনা হয় না। জমি জমা নেই যে কাজ করব, সরকার যদি আমাদের একটা কর্মসংস্হানের ব্যবস্হা করে দিতো তাহলে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে বাঁচতে পারব।

কাঠালবাড়ির এলাকার পান বিক্রেতা মকবুল বলেন,পান বিক্রি করে ভালোই ছিলাম, লঞ্চ বন্ধ হওয়ায় দুদিন ধরে কাজের জন্য ঘুরতেছি
দেখি একটা কাজ পায়নি।

মাদারীপুরের শাহাআলম আকন বাংলাবাজার ঘাটে বিভিন্ন রকমের ফলফলাদি বিক্রি করতেন তিনি বলেন, ‘আমাদের সরকারের কাছে একটা আবেদন সরকার সকল হকারদের যেন কিছু একটা করে দেয়। তাহলে আমরা বাঁচতে পারব।

বাংলাবাজার ঘাটের হকার আলি শেখ বলে, যদি ঘাট না থাকে তাহলে আমগো ব্যবসা লাটে উঠবে। খামু কি! পরমু কি! সরকার যদি আমাদের কিছু ঋণ দিত, ঋণের টাকা দিয়ে নতুন করে কিছু করে খেতে পারতাম।এরা দীর্ঘ ধরে নিরলসভাবে এই নৌপথের যাত্রীদের সেবা দিয়েছেন। কোনো উন্নয়ন টেকসই করতে হলে এর সুফল সব শ্রেণি–পেশার মানুষের দোরগোড়ায় পৌঁছানো একান্ত প্রয়োজন। অসহায়ের বোবা কান্না উপেক্ষা করে দামি জিডিপি ও অসম মাথাপিছু আয়ের ঘোড়দৌড় অর্থহীন।

শেয়ার