গোপালগঞ্জে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক সোহাগ মোল্যা (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫ জন।
আজ মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দূর্ঘটনার পর মহাসড়ক দিয়ে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত সোহাগ মোল্যা সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া চরপাড়া গ্রামের শহীদ মোল্যার ছেলে।
ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, একটি পিকআপ চন্দ্রদিঘলীয়া থেকে গোপালগঞ্জ শহরের যাচ্ছিল। এসময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিকআপ ও বাসের সামনে অংশ দূমড়ে মুচড়ে গেলে পিকআপের চালক সোহাগ গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন। আহত ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ দূর্ঘটনার পর প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরে দূর্ঘটনা কবলিত পিকআপটি সড়িয়ে নেয় হলে দেড় ঘন্টা পর যান চলাচল শুরু হয়।