Top

লোহাগড়ায় পঁচা মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে জরিমানা

২৮ জুন, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
লোহাগড়ায় পঁচা মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে জরিমানা
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে কসাই দেলবার এর ছেলে বাবু শেখ কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছে,লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)।

এড়েন্দা বাজারের জনগণের উপস্থিতিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা যায় গত ২৪ জুন গরু জবাই করে মাংস বিক্রি করেন অবশিষ্ট ১ মনের মতো মাংস থেকে যায়।

ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখার কারণে মাংস ফ্রিজিং না হয়ে পচে যায়, এবং সেই পঁচা মাংস আজ ২৮ জুন ২০২২ তারিখ লোহাগড়া এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে ক্রেতাগণ।

তাৎক্ষণিক প্রশাসনের নজরে আসে এবং প্রশাসন সরেজমিনে এসে এর বাস্তবতা দেখতে পায় । পচা মাংস বিক্রির দায়ে কসাই দেলবার এর ছেলে বাবু কে প্রথমত গ্রেফতার করলেও পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মাংস মাটিতে পুঁতে ফেলে দেওয়ার আদেশ দেন।

পুলিশ ও সাধারণ জনগনের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) নির্দেশক্রমে পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

শেয়ার