Top

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ৭ ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১৬

২৯ জুন, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ৭ ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১৬

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ ড্রেজার-বাল্কহেড জব্দসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ২৮ জুন রাত ১০ থেকে ২৯ জুন বুধবার সকাল পর্যন্ত নৌ-পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-থানায় ওসি মো. কামরুজ্জামান।

পুলিশ জানায়, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ। চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো.কামরুজ্জামানের তত্ত্বাবধায়নে চাঁদপুর নৌ-থানাসহ তিনটি ফাঁড়ির পুলিশ যৌথভাবে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম সিরাজুল ইসলাম, নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান, হরিণা ফাঁড়ির সিরাজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এসময় আলুরবাজার, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, সফরমালীসহ শরীয়তপুর জেলার ঘোষেরহাটে এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও ৫ টি বাল্কহেড জব্দ করা হয়। একই সাথে ১৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে দণ্ডবিধি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে মামলা দায়ের করা হয়েছে। দেশ ও জাতীয় সম্পদ রক্ষায় নৌ- পুলিশ সর্বদা সচেষ্ট আছে। ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার