Top

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

২৯ জুন, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা
অলিয়ার রহমান, কেশবপুর :

কেশবপুর ভ্রাম্যমাণ আদালত দুই বীজ ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেশবপুর শহরের মধুসড়কের মেসার্স এম এইচ ট্রেডার্সে মালিক হোসেন আলীকে ভেজাল ধান বীজ বিক্রির অপরাধে বীজ আইন ২০১৮ এর ১৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ৫ ও ১০ কেজি ওজনের অনুমোদনবিহীন ১১৭ বস্তা ভেজাল ধান বীজ জব্দ করা হয়েছে।

একই অভিযানে লাইসেন্স বিহীন বীজ ধান বিক্রির অভিযোগে বীজ আইন, ২০১৮ এর ০৮ ধারার অপরাধে ২৪(২) ধারায় নিউ সোনালী কৃষি ভান্ডারের মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার