Top
সর্বশেষ

আজ কড়া নিরাপত্তায় বাইডেনের শপথ অনুষ্ঠান

২০ জানুয়ারি, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
আজ কড়া নিরাপত্তায় বাইডেনের শপথ অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন জো বাইডেন। বুধবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি সোনিয়া সটোমাইয়র।

জো বাইডেনের শপথ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন এলাকায় যেন নিরাপত্তার দুর্গ তৈরি করা হয়েছে। একটু পরপর ব্যারিকেড, কাঁটাতারের বেড়া এবং ক্যাপিটলের চারদিকে সাত ফুট উঁচু ইস্পাতের অস্থায়ী দেয়াল। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের

বাইডেন যখন শপথ নেবেন, তখন ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা বহাল থাকবে। এই অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা দেবে। সব মিলিয়ে অর্ধলক্ষাধিক কর্মী নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। প্রেসিডেন্টের অভিষেক ঘিরে এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা বলছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরও ওয়াশিংটনে এমন চেহারা দেখা যায়নি। ৯/১১তে ওয়াশিংটনের আকাশে যুদ্ধবিমান ছিল কিন্তু মাটিতে এত সৈন্য ছিল না। শহরের যত এলাকা সেদিন লকডাউন করা হয়েছিল, এখন তার আওতা অনেক বেশি। যে মাত্রায় সেনাবাহিনীর উপস্থিতি ওয়াশিংটনে এখন দেখা যাচ্ছে তা আমেরিকান গৃহযুদ্ধের পর দেখা যায়নি।

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জুনিয়র বুশসহ জীবিত সব প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। মিশেল ওবামা, হিলারি ক্লিনটনও থাকবেন মঞ্চের সামনে সংরক্ষিত ২০০ জন অতিথির আসনে।

অভিষেক অনুষ্ঠান নিয়ে এবার বিশেষ টেলিভিশন অনুষ্ঠান হবে। ‘সেলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস।

টম হ্যাঙ্কসের উপস্থাপনার পাশাপাশি ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্স।

শেয়ার