কুষ্টিয়ায় বিদেশী রিভলবার এবং চার রাউন্ড গুলিসহ রোমান আহম্মেদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুর গ্রাম থেকে র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. রোমান আহম্মেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু দাউদের ছেলে।
র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, কুষ্টিয়ার র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী রোমান আহম্মেদ সম্পর্কে জানতে পারে। এর সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে র্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে।
এ সময় রোমান আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কাজে অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।