চুয়াডাঙ্গা জীবননগরে শুক্রবার বিকালে ভৈরব নদীরর পুনঃখননকৃত মাটি চুরির বন্ধের দাবিতে এলাকাবাসীদের আয়োজনে উপজেলার বাঁকা জোড়া ব্রীজ সংলগ্ন ভৈরব নদীর পাশে দাড়িয়ে মানববন্ধন করেন আলীপুরসহ আশপাশ এলাকার প্রায় সহস্রাধিক জনগণ।
মানববন্ধনের মাধ্যেমে এলাকাবাসী একযোগে জানান, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সম্প্রতী নদী বাঁচাও-দেশ বাঁচাও প্রকল্প বাস্তবায়নে নদী খনন এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে, যা সত্যই প্রশংসাজনক।
তবে অত্যান্ত দুঃখের বিষয় নদীর খননকৃত মাটি যা নদীর পাড় সংরক্ষণে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। তা কিছু কতিপয় স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সেই মাটি অবৈধভাবে বিক্রি করে সরকারের ঐতিহাসিক কর্মসূচিকে ধুলিস্যাৎ করে দিচ্ছে।
তারা আরো জানান, এই মাটি চোরদের কারণে আজ চাষযোগ্য জমিগুলো চিরদিনের মতো জমির চাষযোগ্যতা হারিয়ে যাবে যা অত্যান্ত অমানবিক বিষয়।
রাতের আঁধারে অবৈধ ট্রাক্টারের পদচারণায় একাধারে সরকারি রাস্তাঘাটগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও শব্দদূষণ সৃষ্টি করছে।
এই চক্রের সদস্যরা এতটাই প্রভাবশালী যে তাদের এই চুরিতে বাঁধা দেয় তাদেরই প্রশাসনিক ভয়-ভীতি দেখিয়ে হুমকি-ধামকি দিচ্ছে।
আমরা এই মানববন্ধন থেকে কঠোর ভাবে জানিয়ে দিতে চাই। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা আর এক মুঠো মাটিও চুরি করতে দিবোনা। আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ জীবননগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।