কেশবপুরে ছাগল বিক্রির পাওনা টাকা চাওয়ায় পত্রিকার হকার বিধান চন্দ্র দাসকে (৫০) পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার পাঁজিয়া বাজারের বাগডাঙ্গা মোড় এলাকায়। পুলিশ এ ঘটনায় রবিন দাস (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
শনিবার গ্রেপ্তারকৃতকে যশোর আদালতে সোপর্দ করা হয়। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের আঞ্চলিক ও জাতীয় পত্রিকার হকার বিধান চন্দ্র দাসের কাছ থেকে গতবছর ১০ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ছাগল বাকিতে কেনেন ওই এলাকার রবিন দাস। বিভিন্ন সময়ে রবিন দাসের কাছে ছাগল বিক্রির টাকা চাইলে নানা তালবাহানা করতে থাকে।
গত শুক্রবার রাতে পাঁজিয়া বাজারের বাগডাঙ্গা মোড়ে পুনরায় রবিন দাসের কাছে পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিধান দাসের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা বিধান দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা উল্লেখ করে বিধান দাস থানায় রবিন দাসের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, পত্রিকার হকারকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিন দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার যশোর আদালতে সোপর্দ করা হয়।