Top
সর্বশেষ

মাদারীপুরে রড চাপায় শ্রমিকের মৃত্যু

০২ জুলাই, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
মাদারীপুরে রড চাপায় শ্রমিকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর শহরের কাজির মোড় এলাকায় রড চাপা পরে সেলিম মোল্লা  (৫০) নামে একজন শ্রমিক মারা গেছে। আজ শনিবার ২ জুলাই  সকাল ১০ টায় এঘটনা ঘটে। সে সদর উপজেলার  খাগদি গ্রামের মরহুম আঃ রশিদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্হানীয় সুএে  জানাযায়, নিহত সেলিম মাদারীপুর পুরান বাজারের কাজির মোড় এলাকার জাহাঙ্গীর আলম ট্রেডার্সে রড সিমেন্ট শ্রমিকের কাজ  করতো।আজ সকালে কাজ করার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার মাথার উপর রডের চাপা লাগে। জরুরী অবস্হায় হাসপাতালে নেয়ার পথে সে  মারা যায়।
মাদারীপুর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন বলেন, কেউ অভিযোগ করলে আইনী ব্যবস্হা নেয়া হবে।
শেয়ার