Top
সর্বশেষ

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান

১৪ জুলাই, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগেঞ্জর মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান ভষ্মিভূত হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার গেড়াখোলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার সজিবুর রহমান জানান বিষয়টি নিশ্চত করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ব্যবসায়ী বেলায়েত হোসেন বাবলু লষ্কারের (৫৫) বাড়ী গেড়াখোলা এলাকায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার সজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গেড়াখোলা বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ওই বাজারের বাবলু লস্কারের মুদি দোকান, গৌতম মজুমদারের স্টুডিও, বশিষ্ট চক্রবতীর কাপড়ের দোকান, সাদ্দাম মিয়ার কম্পিউটারের দোকান, বাবুল মোল্লার কসমেটিক্সের দোকান ও গোপিনাথের মুদির দোকান ভষ্মিভূত হয়ে যায়।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় নিজ দোকানের মালামাল নিরাপদ স্থানে নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ব্যবসায়ী বেতায়েত হোসেন বাবলু লষ্কারের (৫৫) মত্যু হয়।

বাজারের ব্যবসায়ী হাসান লস্কার জানান, অগ্নিকান্ডের খবর শুনে মুদি দোকানদার বেলায়েত হোসেন বাবলু লষ্কার তার দোকানের মালামাল নিরাপদে স্থানে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি হার্ট এ্যাটাক করেন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ অগ্নিকান্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার