Top

জীবননগরে ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী গুরুতর জখম

১৫ জুলাই, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
জীবননগরে ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী গুরুতর জখম
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আরিফ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাথে থাকা মোটরসাইকেল ও নগদ প্রায় দুই লক্ষটাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা একই সময় পথচারী মিঠু ও তসিবুল নামের দুই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে জানা গেছে।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহ বাঁকা পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে সবুজ (২৮) নামের এক যুবকের আটক করেছে জীবননগর থানা পুলিশ।

ছিনতাইয়ের ঘটনাটি বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০ টার দিকে বাঁকা ব্রিকফিল্ড – সুটিয়া সড়কে সংগঠিত হয়েছে। পরবর্তীতে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী আরিফুর রহমান আরিফ (৪৫) সুটিয়া গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে। আরিফ জীবননগর শহরের শাওন ফার্মেসি ও শাওন জুয়েলার্স এর মালিক। অপর দুইজন সুটিয়া গ্রামের মিঠু ও তসিবুল নামের দুই ব্যক্তি।

ঘটনার ব্যপারে আহত ব্যবসায়ী আরিফ জানান,আমি প্রতিদিনের মতো বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাঁকা হয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরার পথে বাঁকা পার হয়ে কিছুদূর গেলে হঠাৎ ৪-৫ জন আমার মটরসাইকেলের গতিরোধ করে আমি তখন মটর সাইকেল ফেলে দৌড় দিলে সামনে থাকা আরো দুইজন আমাকে ধরতে গেলে আমি পা পিছলে পড়ে যাই তখন তারা আমাকে রাস্তা থেকে টেনে প্রায় দেড় কিলোমিটার দুড়ে মাঠের মধ্যে নিয়ে যায় আর আমার পিঠে, মাথায় পায়ে দা দিয়ে কোপ মারে। তারা আমাকে প্রায় ঘন্টা খানিক মাঠে হাত পা মুখ বেধে ফেলে রাখে। আর বলতে থাকে আমাকে বাচিয়ে রাখলে তাদের সমস্যা হবে। আমি তখন তাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাই আর আমার কাছে থাকা একলক্ষ আটানব্বই হাটার টাকা দিয়ে দিই। আমি তাদের কথা কোপনে দুইজনকে চিনতে পারি।

আমার আগে যাদের বেধে রেখে ছিলো তাদের মধ্যে একজন ছুটে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের খবর দিলে তারা আমাকে মাঠ থেকে উদ্ধার করেন।

এব্যাপারে জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, ঘটনাটি ছিনতাইয়ের না পূর্বশত্রুতার জেরে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনার সংবাদে জীবননগর – দর্শনার সার্কেল এএসপি মুন্না বিশ্বাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন শুক্রবার সকালে।

শেয়ার