গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ জুলাই) ভোর রাত ৩ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে।
টুঙ্গীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বিষয় নিশ্চিত করেছেন। নিহত রাজু খান টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে। টুঙ্গীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, রাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চুরি করতে গেলে জনগণের হাতে ধরা পড়ে রাজু। সেখানে তাকে গণপিটুনি দেয়া হলে মারাত্মক আহত হয়।
পরে তাকে মারাত্মক আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
তবে নিহতের চাচা আক্কেল আলী খান অভিযোগ করে জানান, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।