Top
সর্বশেষ

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

২৪ জুলাই, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে মনোয়ারা বেগম হত্যা মামলার ১৭ বছর পর আসামী কামরুল শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে।

রবিবার (২৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী কামরুল শেখ মুকসুদপুর উপজেলার বামনবড়ুয়া গ্রামের মো: তৈয়ব শেখের ছেলে। খালাস পাওয়া আসামীরা হলে, একই গ্রামের মৃত আনার উদ্দিন শেখের ছেলে মো তৈয়ব শেখ, তার স্ত্রী হেমেলা বেগম, মেয়ে তাহমিনা আক্তার সীমা।

মামলার বিবরনে জানাগেছে, ২০০৫ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় পরিবারিক কলহের জের ধরে কামরুল শেখ ও তার লোকজন মনোয়ারা বেগমকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে জোসনা আক্তার বাদী হয় মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশী তদন্ত শেষে দীর্ঘ শুনানীর পর কামরুল শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এছাড়া অপর দুটি ধারা আরো ৬ বছর ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।

মামলাটি বাদী পক্ষে পরিচালনা করেন এ্যাডভোকেট মো: শহীদুজ্জামান খান ও আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফজলুল হক খান।

শেয়ার