Top

সরকারী টাকা আত্মসাৎ, মাগুরায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

২৬ জুলাই, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
সরকারী টাকা আত্মসাৎ, মাগুরায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

মাগুরার বহুল আলোচিত শ্রীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অপরাধে শ্রীপুর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার কারণে তার বাহিনী দারা নির্যাতিতরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন।

মামলার এজাহারে জানা যায়, দূর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৯২ সাল থেকে ২০১৬ সালের অর্জিত সম্পদের তথ্য বিবরণীতে শ্রীপুর মৌজায় ১৩ শতক জমির ক্রয় মূল্য ৫০ হাজর টাকা এবং ৩ তলা বাড়িসহ দুইতলা মাকের্টের নির্মান ব্যায় বাবদ মাত্র ৪০ লাখ ৫৫ হাজার ৮৮০ টাকা দেখানো হয়। দুর্ণীতি দমন কমিশিনের তথ্য অনুসন্ধানে জমি ক্রয় ও ভবন নির্মানে প্রকৃত ব্যায় ১ কোটি ১ লাখ ৯৮ হাজার ৫৫৭ টাকা হয়েছে। একই উপজেলার চন্দ্র পাড়া মৌজায় নিজের ও নাবালক সন্তানের নামে ক্রয় করা মোট ২ একর ৭০ শতক জমিতে ১৯ হাজার ৭ শত ৪০ টাকা তথ্য বিবরণীতে গোপন করেছেন। মামলা সুত্রে আরো জানা যায়, মশিয়ার রহমানের দেয়া তথ্যে তিনি ৬১ লাখ ৬২ হাজার শত ১৭ টাকা গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়াও তিনি ঞ্জাত আয়ের উৎস বর্হিভুত ৯৮ লাখ ৮২ হাজার ২ টাকার সম্পদ অর্জন করেছেন।

সম্পদের তথ্য গোপন ও মিথ্য তথ্য প্রদান করায় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়,যশোর এর সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী বাদি হয়ে ৪ অক্টোবর শ্রীপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সাবেক সেনা সদস্য মশিয়ার রহমান এলাকায় তার নামে “মশিয়ার বাহিনী” গড়ে তোলেন। ঐ বাহিনী নিরীহ মানুষের উপর নির্যাতন নিপিড়ন চালিয়ে অত্র এলাকায় মুর্তিমান আতংক তৈরি করেছে। তার বিরুদ্ধে দলীয় লোক জন কথা বললেই তাকে বাহিনী দিয়ে কুপিয়ে পঙ্গু করে দেন। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও গাছ কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে।

এলাকায় এক ছত্র আধিপত্য বিস্তার করে রাজনৈতিক মতায় শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাদ দাখিল মাদ্রাসা, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং শ্রীপুর কলেজ, দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য হিসাবে শিক কর্মচারী নিয়োগ দিয়ে অবৈধ ভাবে কোটি টাকা আয় করেছেন তিনি। এ ছাড়া শালিশী বৈঠকে জরিমানা আদায়, পুলিশের নাম ভাঙ্গীয়ে অর্থ আদায়, ইউনিয়ন পরিষদের প্রকল্প কাজ না করেই অর্থ লোপাট বড় আয়ের মাধ্যম। শ্রীপুর উপজেলা সদরে নিজ নামে ৩ তলা বাড়ি ও দ্বিতল মার্কেট নির্মানসহ অসংখ্য জমি নিজ নামে ক্রয় করেছেন তিনি। ভাই ভাতিজাদের বেনামে তার দুটি ট্রাক ও ৪ টি মটরসাইকেল রয়েছে। এ ছাড়া তাদের মাধ্যমে রড, সিমেন্ট, টিন ও ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করেন তিনি।

অভিযুক্ত শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান জানান, দুদকের মামলার কারনে নয় ব্যক্তিগত কারনে দু মাসের ছুটি নিয়ে প্যানেল চেয়ারম্যান মেম্বর আব্দুল মতিন কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে করা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল ইসলাম জানান, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানের বিরুদ্ধে দূর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা (শ্রীপুর থানা মামলা নং-০৩ তারিখ ০৪/১০/১৭ ইং) রুজু হয়েছে। মামলাটি তদন্ত করবে দুদক।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো: ওয়াজেদ আলী গাজী জানান, মাগুরা শ্রীপুর গ্রামের মৃত ওয়াজেল বিশ্বাসের পুত্র মো: মশিয়ার রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতার ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র খুলনা দুদক অফিসে পাঠানো হয়েছে।

শেয়ার