Top
সর্বশেষ

সালথায় কৃষকের শতাধিক লাউ-সিম গাছ কেটে ফেলার অভিযোগ

২৬ জুলাই, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
সালথায় কৃষকের শতাধিক লাউ-সিম গাছ কেটে ফেলার অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

পারিবারিক শত্রæতার জেরধরে ফরিদপুরের সালথায় চায়না আক্তার নামে এক নারী কৃষকের শতাধিক লাউ ও সিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আগুন দেয়া হয়েছে তার একটি খড়ের পালায়ও। ঘটনাটি উপজেলার গট্টি ইউনিয়নের ঝুণাখালি গ্রামে।

ভুক্তভোগী নারী কৃষকের পরিবার জানান, চায়না আক্তারের স্বামী দেশের বাহিরে থাকায় সে বাবা বাড়ি ঝুণাখালি গ্রামে থাকেন। চায়না ওই গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের মেয়ে।

তিনি বাবার বাড়িতে থেকে ২০ শতাংশ জমিতে লাউ ও সিমের চাষ করেন। ইতিমধ্যে তার জমির প্রায় শতাধিক লাউ ও সিম গাছ বড় হয়ে উঠেছিল। সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে।

চায়না আক্তার অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই মোজহার মাতুব্বরের মেয়ে জামাই রিয়াজ শেখ শশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকছেন দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকালে রিয়াজের গরু ছুটে এসে আমার বাড়ির ওঠানে থাকা পেঁপের গাছ ভেঙ্গে ফেলে। বিষয়টি নিয়ে রিয়াজের সঙ্গে আমার কথাকাটাকাটি হয়। এরপর সোমবার রাতের কোন এক সময় আমার জমির লাউ ও সিম গাছগুলো কেটে ফেলা হয়। শুধু তাই নয়, আমার বাড়ির পাশের থাকা একটি খড়ের পালায় আগুন দেয়া হয়। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ধারনা- রিয়াজই এই কাজ করেছেন।

তবে এ বিষয় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত রিয়াজের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা কৃষ কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা অফিস থেকে কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত নারী কৃষকের পাশে থাকব। সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, বিষয়টি ওই পরিবারের কেউ আমাদের জানায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার