Top

কেশবপুরে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

২৬ জুলাই, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
কেশবপুরে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে প্রায় ৪০ হাজার মিটার মাছ শিকার করা অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জাল জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মধুসড়কের লামিয়া স্টোরে বিক্রির উদ্দেশ্যে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হন।

এ সময় ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লামিয়া স্টোরের ব্যবসায়ী হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা ও ক্ষেত্র সহকারী আব্দুল মান্নান। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়।

শেয়ার