কুষ্টিয়ার মিরপুরে বিতর্কিতদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিবাহিত আসলাম উদ্দিনকে সভাপতি ও বিবাহিত আশিকুর রহমান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও অছাত্র, মাদকসেবী ও বিতর্কিতদেরও নাম এসেছে কমিটিতে। কমিটি নিয়ে ইতোমধ্যে ফেসবুকে চলছে নানা সমালোচনার ঝড়।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না৷ এর পরেও বাংলাদেশ ছাত্রলীগের মিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে স্থান পেয়েছেন বিবাহিতরা। যে কারণে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিরপুর উপজেলা ছাত্রলীগের ৬৮ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হয়। কমিটির মেয়াদ করা হয়েছে এক বছর।
খোঁজ নিয়ে জানা গেছে, নব গঠিত মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি আসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ বিবাহিত। আসলামের স্ত্রীর নাম সাদিয়া খাতুন। এবং শুভর স্ত্রীর নাম মাহফুজা আক্তার।
এছাড়াও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটিতে সাতজনের উপরে বিবাহিত নেতাকর্মী রয়েছে। কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটিতে বয়স বেশি ও অছাত্ররাও জায়গা পেয়েছে।
গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে স্থান দেয়া হয়েছে জানিয়ে অভিযোগ করেছেন অনেকেই। এনিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জেলা ছাত্রলীগ, মিরপুর ও কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের নাম আসায় বিতর্ক পিছু ছাড়ছে না কুষ্টিয়া জেলা ছাত্রলীগের।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ নেতা ও পদবঞ্চিতদের অভিযোগ, আসলাম উদ্দিনকে সভাপতি ও বিবাহিত আশিকুর রহমান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও অছাত্র, মাদকসেবি ও বিতর্কিতদেরও নাম এসেছে কমিটিতে। অবৈধভাবে সুবিধা নিয়ে বিতর্কিত ও অযোগ্যদের পদ দিয়েছেন অনিক-চ্যালেঞ্জ।
এজন্য পদ পাওয়া বিবাহিত, অছাত্র, মাদকসেবি ও বিতর্কিত নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ জানিয়েছেন তারা।
এবিষয়ে কথা বলার জন্য নব গঠিত মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি আসলাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি।
বিবাহিত কিনা- এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ বলেন, আমাকে নিয়ে কে বা কাহারা অপপ্রচার চালাচ্ছে। আমি বিবাহিত না। বিয়ের ব্যাপারটা অনেক আগে থেকেই তোলা হয়েছে, জেলার নেতারা তদন্ত করেই আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি।
এব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, দীর্ঘদিন পরে মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক শুভ বিবাহিত না। এবং সভাপতি আসলাম বিবাহিত কিনা সেসব তথ্য আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে সত্যতা পেলে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, কমিটিতে বিবাহিতরা আছে কিনা সেই ব্যাপারটি যারা কমিটি গঠন করেছে তারাই ভালো জানেন। তবে অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, নব গঠিত কমিটির আগে সর্বশেষ কবে মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল তা জানাতে পারেননি ছাত্রলীগ নেতারা। কুষ্টিয়া জেলা ও মিরপুর উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সাথে কথা বললেও তা জানা সম্ভব হয়নি।
তবে নানা বিতর্ক ছিল আগের কমিটিতেও। তিন-চার বছর আগে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। তবে বিতর্কিত সেই কমিটি গঠনের দু’দিন পরে তা স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন পরে আবারও বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।