গাজীপুরের শ্রীপুরে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা।
শুক্রবার রাতে শ্রীপুর পৌরসভার শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মৃত আবুল কাশেমের স্ত্রী মাসুদা ওরফে মাকসুদা বেগম (৩৫), গাইবন্ধার মৃত লুৎফর রহমানের স্ত্রী লাভলী বেগম (২৭) এবং গাজীপুরের ছানোয়ার হোসেনের মেয়ে লাবনী আক্তার (১৯)।
এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী জেলার কাপাসিয়া থেকে মাদকের একটা বড় চালান নিয়ে যাত্রীবাহী সিএনজিযোগে পাশের শ্রীপুর উপজেলায় প্রবেশ করছে। গোপন সংবাদে খবর পেয়ে র্যাব সদস্যরা শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাদার্স ইলেকট্রো মিডিয়া দোকানের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় সড়কে চলাচলকারী সিএনজি তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে গাজীপুরের বিক্রি করে।
শনিবার সকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।