Top
সর্বশেষ

শ্রীপুরে কাঁচা মরিচের ঝাঁজে বাজার গরম

০২ আগস্ট, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
শ্রীপুরে কাঁচা মরিচের ঝাঁজে বাজার গরম
মো, উজ্জল মিয়া, শ্রীপুর (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুরে হাটবাজারগুলোতে কাঁচা মরিচে ঝাঁজে বাজার গরম হয়ে উঠেছে । অন্যান্য সব ধরনের সবজির দাম নাগালের বাইরে।

আজ সরেজমিনে সবজির বাজার ঘুরে দেখা যায়, উপজেলার মাওনা চৌরাস্তা, জৈনার বাজার, কাওরান বাজার,কাওরাইদ , গোসিংগাও বরমী বাজার সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচা মরিচ।

এক সপ্তাহ আগে কাচাঁ মরিচের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা এখন বেড়ে ২০০ টাকা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে অন্যান্য সবজির মধ্যে দাম বেড়েছে, বেগুন ৩০-৫০টাকা, ঢেঁড়স ২০-৪০টাকা,কাঁচাপেঁপে৩০-৪০টাকা, পানি লাউ বড় সাইজ৫০-৭০টাকা, মিষ্টি লাউ প্রতি কেজি৩০-৬০টাকা, চিচিংগা৫০-৬০টাকা, পটল৪০-৬০টাকা, আলু২০-৩০টাকা টমেটো ১০০-১৫০টাকা বরবটি প্রতি কেজি৭০-৯০টাকা দাম বেড়েছে।

উপজেলার কাওরাইদ বাজারের সবজি ব্যবসায়ী হৃদয় মিয়া জানান, বন্যার কারণে কাঁচামরিচের খেতে পানি উঠে নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম বাড়ার অন্যতম কারণ ।কাওরাইদ বাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ জানান, তিনি অল্প বেতনে পার্শ্ববর্তী একটি স্পিনিং মিলে চাকরি করেন সবজির দাম দেখে তার মাথায় হাত, তিনি কাঁচা মরিচের দাম বেশি থাকায় না কিনে অন্যান্য সবজি কিনে বাড়ি চলে যান।বরমী বাজারের সবজি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জনান, বন্যার কারণে কাঁচা মরিচ সহ সব ধরনের সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সবজির দাম বেশি বেড়েছে আবার এসব খেত থেকে বন্যার পানি চলে গেলে সবজির দাম কমে যাবে তিনি বলেন।

মাওনা চৌরাস্তার সবজি ব্যবসায়ী রাসেল জানান, তিনি একই কথা জানান বন্যার কারণে সবজির দাম বেড়েছে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায়। স্থানীয়দের দাবি উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করা কিন্তু খুচরা বাজারের সবজি ব্যবসায়ীরা জানান ,বন্যায় ক্ষেত নষ্ট হয়ে সবজির দাম বেড়েছে তাদের সবজির দাম কমানোর কোন হাত নেই।

শেয়ার