Top
সর্বশেষ

মানিকগঞ্জে সুমী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

০৫ আগস্ট, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
মানিকগঞ্জে সুমী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
আহমেদ পিয়াল, মানিকগঞ্জ :

উপযুক্ত শাস্তির দাবিতে মানিকগঞ্জের ঘিওরে নববধু সুমীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধনটি করে।

মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। পরবর্তীতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুমী’র পিতা রহম আলী, মা রওশন বেগম, বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মোঃ মুকুলসহ আরও অনে‌কেই।

বক্তারা, সুমির হত্যাকারী স্বামী রূপকের ফাঁসি এবং সেই সাথে হত্যায় আরও যারা জড়িত রয়েছে তাদের দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

উল্লেখ্য গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তার কে গলা কেটে হত্যা করে তার স্বামী রূপক আহমেদ। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন সিআইডি।

শেয়ার