Top
সর্বশেষ

সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

০৫ আগস্ট, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জেলার সবকয়টি উপজেলা চত্বরে বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ, মসজিদ, মন্দির, গীর্জাও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা/দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া শহীদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম (অতিরিক্ত ডিআইজি), উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা মহিলা আ’লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

এদিকে জেলা আ’লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে জেলা আ’লীগের সভাপতির সভাপতিত্বে তার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, ন্যাশনাল হার্ডফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পালিত হয়। এছাড়া আ’লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

শেয়ার