Top

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়

০৭ আগস্ট, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিস ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন উদ্যোগে প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের দিকে জেলা শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য পুষ্টি বাল্যবিবাহ বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউলাহ’র সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিলাত মুন্না।

এমপি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নতিশীল দেশে পরিণত করতে শিক্ষা, স্বাস্থ্য আমুল পরিবর্তন করতে সরকার কাজ করছে। শিক্ষা হলো জাতির মেরুদন্ড আর শিক্ষকেরা হলো মানুষ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এ শিক্ষার আমল পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা রাখতে হবে। সঠিক শিক্ষা গ্রহণ করে পড়াশোনা করতে হবে। খেলাধুলা, সাহিত্য সাংস্কৃতির দিকে শিক্ষার্থীদের ধাবিত করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে কাজ করতে হবে। সোনার বাংলাদেশ দেউলিয়া হবে না। বহিঃবিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। এজন্য অপ্রচার বা গুজব ছড়াবেন না।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল, আ’লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আ’লীগ নেতা সৈয়দ বেলাল হোসেন, যুবলীগ নেতা একরাম‚ল হক, প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, প্রধান শিক্ষক জীবন কুমার সাহা, প্রধান শিক্ষক সম্পা রহমান প্রমূখ।

শেয়ার