Top

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সবজির হাটে

০৮ আগস্ট, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সবজির হাটে
যশোর প্রতিনিধি :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সবজি বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। দাম বেড়েছে পাইকারি বাজারেও। এতে ক্রেতা-বিক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।

দেশের চাহিদার বেশিরভাগ সবজির জোগান দেওয়া হয় যশোর থেকে। শহরে পশ্চিম-উত্তর প্রান্তে সাতমাইলে বাজারে রয়েছে পাইকারি সবজির হাট। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখান থেকে সবজি কিনে বিক্রি করেন ঢাকাসহ বিভিন্ন জেলায়। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে সবজির হাটে। হাটের দিন রোববার (৭আগস্ট) সাতমাইল-বারীনগরে দেখা মেলেনি আগের সেই জৌলুস। পাইকার ও চাষিদের পদচারণায় সেখানটি মুখরিত হলেও এদিনের চিত্র ছিল ভিন্ন। ব্যাপারিরা বলছেন, তেলের দাম বৃদ্ধিতে ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে প্রায় সব সবজিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। এখন সবজি কিনলে বেশি দামে বিক্রি করতে পারবেন কিনা লোকসানে পড়ার আশংকা থেকে তারা বাজার পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় ব্যাপারি বাবু বলেন, তরকারি বাজারের যে পরিস্থিতি তাতে করে আমাদের ব্যবসা করার কোন পরিস্থিতি নেই। জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি ঢাকায় নিতে পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। সেই হিসেবে প্রতি কেজিতে ভাড়া বেড়েছে প্রায় ৫ টাকা। সব মিলিয়ে কতটুকু লাভ করতে পারবো সেই সংশয়ে অনেক ব্যাপারি গতকাল হাটে আসেনি।

হাট মালিক আব্দুল সোবাহান বলেন, ঢাকায় যেতে ট্রাক ভাড়া ৫-৭ হাজার টাকা বেশি লাগছে। রোববার বেগুন, শিম, পটল, লাউ, কাকরোল, করোলা, পেঁপে, বরবটি, মুলোসহ সব সবজির দাম পাইকারিতে ৫-৭ টাকা কেজিতে বেড়েছে। এখানকার সবজি যশোর ও ঢাকায় গিয়ে বিক্রি হচ্ছে আরও দ্বিগুন-তিনগুণ দামে।

সাতমাইল এলাকার কৃষক আব্দুল খালেক জানান, এক কেজি বেগুন উৎপাদনে খরচ ৩০ টাকা। আগে বিক্রি করেছি ৩১-৩২ টাকায়। আগে সামান্য লাভ হলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপদে পড়েছি। এখন দাম না বাড়িয়ে উপায় নেই।

যশোর শহরের বড় বাজারের খুচরা সবজি ব্যবসায়ী জিকো বলেন, হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। খুচরা বাজারে দেখা দিয়েছে ক্রেতা সংকট। আবার যারা সবজি কিনতে আসছেন তারা পরিমাণে কম কিনছেন।

পুলিশ লাইনের আলী বলেন, সবজির দাম অনেক বেড়ে গেছে। ৩০ টাকার বেগুন ৫০, ৩৫ টাকার ওল ৫০ ও ১৫০ টাকা কেজি ঝাল ২০০ টাকায় কিনেছে। তার মতো অন্য ক্রেতারাও একই তথ্য দিয়েছেন। খুচরা বিক্রেতারা বলছেন, তাদের বেশি দামে কেনা লেগেছে। এজন্য দামও বাড়াতে বাধ্য হয়েছেন। আর কৃষকরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। শ্রমিকরাও আগের চেয়ে বেশি মজুরি নিচ্ছেন। এজন্য রাতারাতি দাম বেড়েছে।

আব্দুলপুর গ্রামের শাওন জানান, এবার তিনি ৫ বিঘা জমিতে পটল ও করোলার চাষ করেছেন। ক্ষেত থেকে তুলতে শ্রমিকরা বেশি মজুরি চাইছেন। বাজারে পৌছাতেও খরচ বেড়েছে। তাই আগের দামে সবজি বিক্রি করলে তাদের খরচ উঠবে না।

শেয়ার