Top

র‍্যাবের চেকপোস্ট ভেঙে পালিয়ে গেল চোরাকারবারি, ৩০ কেজি গাঁজা উদ্বার

০৯ আগস্ট, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
র‍্যাবের চেকপোস্ট ভেঙে পালিয়ে গেল চোরাকারবারি, ৩০ কেজি গাঁজা উদ্বার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাস্তায় চেকপোস্ট বসায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর এলাকায় র‍্যাবের স্থাপন করা চেকপোস্ট ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায় মাদক বহনকারী মাইক্রোবাস। র‍্যাবের একটি দল পিছু নেয় সেই গাড়ির। পরে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের ১নং গেইটের সামনে হতে আসামীবিহীন অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। এসময় গাড়ির ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্বার করে র‍্যাব।
গণমাধ্যমে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়, সোমবার (০৮ আগস্ট) রাত আটটায় এই অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি অপারেশন দল। চেকপোস্ট থেকে পালিয়ে আসা একটি পরিত্যক্ত অবস্থায় থাকা মাইক্রোবাসের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্বার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শেয়ার