বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক, সেলাই মেশিন বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত ইনচার্জ মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানসহ আরো অনেকেই।
পরে উপজেলার ৪ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয় ।