Top
সর্বশেষ

সিরাজগঞ্জে পূথক স্থানে দুই লাশ উদ্ধার

১২ আগস্ট, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পূথক স্থানে দুই লাশ উদ্ধার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার পৃথক দুটি স্থানে বাঁশঝাড় ও ইটভাটার সন্নিকট থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- সলঙ্গা থানার এরান্দহ গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে নুরনবী শেখ (৩৫) ও ইচলাদিগর গ্রামের প্রসন্ন চন্দ্র হালদার (৫০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, এরান্দহ গ্রামের নুরনবী শেখ স্থাণিয় বিভিন্ন মিল কারখানায় দিনমজুরের কাজ করতো।

বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। শুক্রবার (১২ আগষ্ট) সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে প্রসন্ন হালদার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার (১২ আগষ্ট) সকালে ভুইয়াগাঁতী হিরো ব্রিকস নামের একটি ইটভাটার সন্নিকটে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার