Top

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন
নড়াইল প্রতিনিধি :

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে নানা রকম কর্মসূচি পালন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের আয়োজনে রালী, দোয়া- মাহফিল, কোরআন খতম, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন।

আজ সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নড়াইল পুরাতন বাস টার্মিনাল গোল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে নড়াইল পুরাতন বাস টার্মিনাল গোল চত্বর থেকে নড়াইল জেলা আওয়ামী লীগের, নড়াইলের সকল সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি রেলি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এসময় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তববক অর্পণ করা হয় পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার