Top
সর্বশেষ

সিরাজগঞ্জে অপহৃত যুবক উদ্ধারসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার

১৫ আগস্ট, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অপহৃত যুবক উদ্ধারসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মুক্তিপণের দাবিতে ইউনুস আলী মিঠু (২৫) নামে অপহৃত যুবককে উদ্ধারসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ সুমন হোসেন (২২), একই উপজেলার ধোপাদহ গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৮), পানিসাইল গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ হোসেন (১৮), বেড়া উপজেলার সানিলা শাহপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে শিমুল হোসেন (১৯), বেড়া সিঅ্যান্ডবি সানিলা এলাকার বাচ্চু খাঁর ছেলে কাওছার খাঁ (কুটি)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাথর ঘাটা চক্রপাড়া গ্রামের আব্দুল মান্নান খাঁনের ছেলে ইউনুস আলী মিঠু ও তার বন্ধু মেহেদী হাসান গত ৯ আগস্ট গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে একটি বিয়ের দাওয়াত খেতে যায়। বিয়ের অনুষ্ঠান শেষে ১১ আগস্ট বাড়ি ফেরার পথে শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিঠুকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে নগদ একাউন্টের মাধ্যমে মিঠুর ফোন নম্বরে প্রথমে ৬ হাজার টাকা এবং পরে
এক অপহরণকারীর নম্বরে আরও ১৫ হাজার টাকা পাঠিয়ে দেয় অপহৃত মিঠুর পিতা আব্দুল মান্নান খাঁন। এরপর থেকে অপহৃত মিঠুর ফোন নম্বর বন্ধ থাকায় ১২ আগস্ট সকালে র‌্যাব-১২ কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়।

এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১২ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাঁথিয়া ও বেড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহৃত ইউনুস আলী মিঠুকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার