Top

আলমডাঙ্গায় গ্যাসের চুলা বিস্ফোরণে ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

১৭ আগস্ট, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
আলমডাঙ্গায় গ্যাসের চুলা বিস্ফোরণে ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা এলাকায় গ্যাসের চুলায় সিস্টার কিচেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সিস্টার কিচেনে থাকা প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্কিভূত হয়েছে। ঘটনাস্থলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টার গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আলমডাঙ্গা পৌর শহরের ওয়াপদা এলাকায় সিস্টার কিচেন নামের রেস্টুরেন্ট অবস্থিত। এ কিচেনটি পরিচালনা করছে স্কুল শিক্ষিকা দিলরুবা খাতুন। বুধবার সকালে দিলরুবার স্বামী তানছেন জামান রান্নার কাজ করছিলো। এসময় গ্যাসের চুলার উপরে তেল গরম করতে দেয়।

গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ চুলায় আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে পরে।

আগুন লেগে রান্না ঘর ও দোকানের টিনের ঘরে আগুন লাগলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকার ঘরে থাকা এসি, ফ্রিজসহ নানা জিনিস পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকান্ডের ঘটনায় তানছেন জামান বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে চুলায় তেল গরম করতে দেওয়া হয়। হঠাৎ করে তেলে আগুন লেগে যায়। নেভানোর চেষ্ঠা করা হলেও তা ভয়াবহ আকার ধারণ করে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অপারেশন মিজানুর রহমান জানান, খবর পেয়ে পানি বহনকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ১৫/২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার কিছুক্ষণ পরই আগুন পুরোপুরি নিভে যায়।

তিনি আরো জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। দোকানে থাকা সকল মালামাল পুড়ে ভ্স্কিভূত হয়ে গেছে। আনুমানিক প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।

শেয়ার