Top
সর্বশেষ

বগুড়ায় ১০০ টাকার নিচে নেমেছে কাঁচা মরিচের কেজি

২০ আগস্ট, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
বগুড়ায় ১০০ টাকার নিচে নেমেছে কাঁচা মরিচের কেজি
বগুড়া প্রতিনিধি :

সরবরাহ বাড়ায় বগুড়ায় পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমেছে। প্রতিকেজি কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। দুদিন আগে কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমছে বলে জানান বিক্রেতারা। মরিচের দাম নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শনিবার দুপুরে রাজা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজার ঘুরে দেখা গেছে, দেশী কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ভারত থেকে আসা কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বিন্দি মরিচ।

ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, গত তিন দিনে কাঁচা মরিচের দাম অনেক কমেছে। এখন পাইকারী ৯০ থেকে ১০০ টাকাতেই এক কেজি মরিচ মিলছে।

জাহিদুর রহমান নামে এক ব্যবসায়ী জানান, দাম আরও কমবে। ভারত থেকে মরিচে আমদানি বেড়েছে। তবে আমদানি বন্ধ হলে আবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

মকবুল মোল্লা নামে আরেক ব্যবসায়ী জানান, আমদানি যত বেশি হবে, কাঁচামরিচের দাম ততই কমতে থাকবে। আগের তুলনায় কাঁচামরিচের দাম অনেকটাই কমছে। দাম কমার কারণে বিক্রিও বাড়ছে। এভাবে কমতে থাকলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।

বাজারে কয়েকজন কাঁচামরিচ ক্রেতা জানান, কাঁচামরিচ একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এটি আমাদের প্রত্যেক দিনই লাগে। তাই দাম কম হওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আগের চেয়ে কাঁচামরিচের দাম অনেক কমছে। দামটা অর্ধেকে নেমে এসেছে। আরও কম হলে আমাদের জন্য ভালো হয়।

রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। এছাড়া দেশী মরিচের সরবরাহও বেড়েছে। দাম এখন অনেকটাই কমেছে। এরকম সরবরাহ থাকলে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

শেয়ার