Top

টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, তদন্ত কমিটি গঠন

২১ আগস্ট, ২০২২ ১২:১২ অপরাহ্ণ
টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, তদন্ত কমিটি গঠন
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ছিনতাইয়ের ঘটনা তদন্তে জেলা ছাত্রলীগ ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার (২০ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তুষার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সৈয়দ মাসউদ রুমী সেতুর টোল প্লাজায় অনাকাঙ্খিত ঘটনার তদন্তের উদ্দেশ্যে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা ৩ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা ছাত্রলীগের দফতর সেলে জমা দিবেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, ওই সময় আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ নেতার সাথে একটি শোকসভার ছিলাম। তবে বিষয়টি শুনেছি। আমার কর্মীদের ওপর টোলপ্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রলীগের সঙ্গে টোল কর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সৈয়দ মাসউদ রুমী সেতুর টোল প্লাজায় দায়িত্বরত টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রলীগের একটি মোটরসাইকেল বহর টোলপ্লাজা এলাকায় পৌঁছালে টোলকর্মীরা থামার নির্দেশ দেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এরপর উভয়ের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিল, ঘুষি চলে। লাঠি, লোহার রড, ইট দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ছাত্রলীগের গাড়িবহরে থাকা একজনকে ক্যাশের ঝুড়ি থেকে টাকা নিতেও দেখা যায়। ছাত্রলীগের হামলার পর সেতুর কর্মচারীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়ই ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মুজিব চত্বরে শোকসভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। সেখানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বেলা ১১টার দিকে ওই কর্মসূচিতে যোগ দিতে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে রওনা দেন। পথিমধ্যে টোলকর্মীদের সঙ্গে ছাত্রলীগের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার