সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিমলা এলাকায় চুরি করে রাতের আঁধারে আঞ্চলিক সড়কের সরকারি গাছ কাটার সময় ৬ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ আগস্ট) গভীর রাতে উল্লাপাড়া-তাড়াশ আঞ্চলিক সড়কের শিমলা এলাকা থেকে ওই চোরের দলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বিনায়েকপুর গ্রামের হাজী ওছমান গণির ছেলে মুনছুর আলী (৪৫), একই গ্রামের লবা সেখের ছেলে নুরুল ইসলাম (৩৫), ফজল প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৪০), হাছেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), গয়হাট্টা একান্তপুর গ্রামের জহিরুল ইসলাম (৬২), পারকুল গ্রামের আইনুল হক (৫০)। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চোরের দল রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ কাটাবস্থায় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু কাটা ইউক্যালিপটাস গাছ, গাছ কাটার সরঞ্জাম ও বহনের ট্রলি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।