Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ইউএনও’র গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা

২২ আগস্ট, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইউএনও’র গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের জায়গা মাটি ভরাট করতে গিয়ে ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালের এ ঘটনার পর রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১’শ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি দেখে ঘটনায জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হবে অযথা কেউ হয়রানির শিকার হবে না বলে নিশ্চয়তা দেন। তিনি আরো বলেন, আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সরকারের রেকর্ড ভুক্ত পতিত জমি এর পাশেই একটি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে। কিন্তু আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সরকারি ও ১৯৮০ সালের সর্বশেষ রেকর্ড অনুযায়ী পতিত জমি।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা বলেন, প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা ছাড়া ক্রীড়া সংস্থার অন্য আর কোনো খেলার মাঠ নেই। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অন্য কোনো সরকারি জায়গা যদি থাকে তাহলে খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করাই ভালো বলে জানান তিনি। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বিরোধিতা করে আসছিলেন স্থানীয়রা। তারা গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বাঁধার সৃষ্টি করেন। রোববার সকালে মাটি ভরাটের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়ে ব্যারিকেড ভেঙ্গে মাঠে প্রবেশ করতে চাইলে বিরোধিতাকারীরা হামলা চালিয়ে ইউএনও’র গাড়ী ভাংচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপে সহকারী কমিশনার মাথা জখম হয়।

তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা হাসপাতালে ভর্তির পর তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শাহজাদপুর উপজেলা হাসপাতালের আরএমও ডাঃ মাসুদ রানা। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার